তোরঙ্গে তুলে রাখা আছে গাঢ় মাস্কারা
তুঙ্গ আস্কারা ঐ স্বচ্ছ চোখ জুড়ে
বহুদিন এমন দেখিনি।
অচেনা পশ্চিমে রোদ ঢলে গেলে
কার প্রতীক্ষা কর? ভুলে গেলে?
ও চোখে কতদিন দৃষ্টি নেই।
স্নেহ
পৃথিবীতে কচি রোদ কাটাকুটি খেলছে
ছায়ালহরী ছড়িয়ে আছে স্তব্ধ উঠোন জুড়ে
একটি মা পাখি মুখে করে খাওয়াচ্ছে তার অবিরল ছানাকে
এই দৃশ্যের দিকে মুখ বাড়িয়েছেন ঈশ্বর
আকাশের সামিয়ানা ঠেলে।
অমলিন স্নেহ ঝরছে ঈশ্বরের দুচোখ বেয়ে।
0 Comments.