Fri 19 September 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় উজ্জ্বল সামন্ত

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় উজ্জ্বল সামন্ত

"আমার দুর্গা"

দুর্গা আসে, বাঙালি তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ উৎসবে শারদীয়ার অকালবোধনে আশ্বিনে বনেদি বাড়ির আটচালায় কিংবা পূজা প্যান্ডেলে আড়ম্বরে।
আমার দুর্গা আসে ,অন্ধকারে ভাঙা ঘরের একফালি চাঁদের আলোয়, ছোট্ট ফুটো থালার পান্তাভাতে গালে শুকিয়ে যাওয়া অশ্রুর ছাপে ।
আমার দুর্গা আসে অপমানে লাঞ্ছনা-গঞ্জনা বঞ্চনার তিরস্কারে আমার দুর্গা আসে নরকীয় যন্ত্রণায় গভীর রাতে, শরীর থেকে নিংড়ে নেওয়া রক্তে নখের আঁচড়ে।
আমার দুর্গা আসে রাস্তায় ফুটপাতে অভুক্ত দিনযাপনে লৌকিক অনাহারে ক্ষুধার জ্বালায় জ্বলছে জঠর অন্তরালে সহায় সম্বলহীন নিদ্রাহীন রাত যাপনে ।
আমার দুর্গা আসে অলীক কল্পনায় এঁকে অপূর্ণ ইচ্ছা আবেগে ভড় করে স্বপ্নে ভক্তি ও ভাবের আবেশে একাকিত্বে ধন্য বাড়ির আঙিনা মৃত্তিকায় মিশ্রিত হয়ে ...

"এমন একটা প্রেমিকা হোক"

এমন একটা প্রেমিকা হোক যে আধুনিকা হয়েও সাবেকি ভাবে নিজস্বতা থাকবে যে টপ চুরিদার জিনসের ফ্যাশন কে এড়িয়ে শাড়ির আঁচলে বেঁধে রাখবে এমন একটা প্রেমিকা হোক যে কৃত্তিমতা হারিয়ে সচ্ছল প্রাণবন্ত হাসিতে মুখ ঢাকবে মুখে চড়া মেকাপের পর্দা সরিয়ে ছোট্ট টিপ হালকা লিপস্টিকেই মন ভোলাবে
এমন একটা প্রেমিকা হোক যে আবদারে নতুনত্ব সৌখিনতা রাখবে দামী গিফট দামী গহনার বদলে ফুচকা নুডুলস কিংবা আইসক্রিমে খুশি থাকবে শপিংমলে মাল্টিপ্লেক্সের থেকেও যার পছন্দ হবে ময়দানের ঘাসের উপর হাত ধরে পথ চলতে এমন একটা প্রেমিকা হোক যে ব্যস্ততার অজুহাত না দেখিয়ে অকপটে মন খুলে গল্প করবে
এমন একটা প্রেমিকা হোক যে স্বপ্ন দেখাবে , নিজেও স্বপ্নপূরণের সাক্ষী হবে এমন একটা প্রেমিকা হোক যে অল্পতেই সন্তুষ্ট হবে চাওয়া-পাওয়ার গন্ডি মুছে এমন একটা প্রেমিকা হোক যার খাঁটি মনের গভীরে ইচ্ছে হবে ডুব দিতে এমন একটা প্রেমিকা হোক যার কাছে অর্থ প্রাচুর্য সামাজিক স্ট্যাটাস গৌণ হয়ে ভালোবাসাই মুখ্য হবে....
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register