কাকা দাদু আনবে কিনে, মা হবে না রাজি,
দুর্গা পুজো কালী পুজোয় ফাটবে তবু বাজি।
চর চর চর আওয়াজ করে তুবড়ি যখন ফাটে
ফুলঝুরিরা মনের ভিতর সকল দুঃখ কাটে।
রসবাতি আর চরকি যত উঠোন করে আলো
কালিপটকা, চকলেট বোম ঘোচায় রাতের কালো।
যদিও জানি শব্দ বাজি নয় তো মনোরম
তবুও দীপাবলির দিনে এদের সমাগম।
প্রতিজ্ঞা তাই করব এসো, শব্দ বাজি থামাই,
আলোর বাজি জ্বালব শুধু, বাকিরা দিক কামাই।
0 Comments.