আমার জীবন এখন শিশিরভেজা....
মাইলের পর মাইল আমি শিউলির
গন্ধ পাই...
অনায়াসে অরণ্য হতে পারি....
অরণ্যের ভালোবাসা পাওয়ার জন্য
পথে নামলেই কে যেন নীল শামিয়ানা
টাঙিয়ে দেয়...
অদৃশ্য একটা আবেগ এসে হাত ধরে...
আর দুধ সাদা একটা মেঘ উড়ে যায়
নৈঃশব্দের দিকে...
ছিন্ন বাসার থেকে একটা ছিন্ন পালক
উড়ে গিয়ে কাশবনে মিলিয়ে যায়...
আমি তখন ঘাটের সিঁড়িতে বসে একমনে
দশমী আঁকি....
আকাশ
আজ আর নিস্তার নেই...
পথে নামতেই হবে...
মা দুর্গার পেছনে একাকী মহাদেবকে
দেখলে বড় কষ্ট হয়...
যদিও চারদিনের বিরহ...
তবুও....
তবুও আমার পূর্বের স্মৃতিতে কম্পন
তোলার পক্ষে যথেষ্ট...
শরতের শান্ত দিঘির জলে এখনো
আমার ছায়া কেঁপে ওঠে মাঝে মাঝে...
নীরবতার সাক্ষী হয় কিছু কাশফুল...
আর নীল আকাশে শিকড় রেখে কিছু
সাদা মেঘ ইতস্তত উড়ে বেড়ায়
আমারই মত...
আকাশ হওয়ার কল্পনায়
0 Comments.