শিউলি আর রক্তের গন্ধ
কিছুই হতে চায়নি,
শুধু শিউলির গন্ধ নিতে চেয়েছিল প্রত্যেক শরতে।
শরত কোন দীর্ঘ ঋতু নয়,
এক মুঠো শিউলির মতোই বড় তাড়াতাড়ি ফুরিয়ে যায়,
শুধু একটা সুগন্ধ, মনখারাপের মতো সারাবছর,
মেয়েটা এসব জানে না,
তার শরীরটা যেখানে পড়েছিল,
শিউলি গাছ সেখান থেকে খুব দূরে নয়,
কয়েকটা কাক আর কুকুর ছুটে গেছিল রক্তের গন্ধ পেয়ে,
কিন্তু সে শিউলির গন্ধ ছাড়া কিচ্ছু পায়নি…
0 Comments.