Thu 18 September 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সৌমি জানা

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সৌমি জানা

পুজোর ভোগ

পাড়ায় খুব নামডাক পাকড়াশী পরিবারের। সরকারের দাপুটে অফিসার ছিলেন সুবিমল পাকড়াশী। তাছাড়া পাড়ার ক্লাবে হাতখুলে চাঁদা দেন । সেই জন্যেই দূর্গা পুজোর আগে পূজো কমিটির প্রেসিডেন্ট কালু বাবু নিজে এসে অষ্টমীর ভোগ খাওয়ার আমন্ত্রণ করে যান তাদের প্রতিবছর। কর্পোরেশনের মাঠে হয় পুজো । মণ্ডপের সামনে তাঁবু খাটিয়ে ভোগ খাওয়ার আয়োজন। মহাষ্টমীর দুপুরে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন পাকড়াশী দম্পতি। এ খাবার মুখে রোচে না ওদের , পুজোর কদিন শহরের নামীদামী রেস্তোরাঁয় আগে থেকে বুক করে রাখেন । তবু নামমাত্র মুখে তুলতে হবে এখানে , তা না হলে পাড়ার লোক বলবে তাদের নাক উঁচু। তাছাড়া ক্লাবের সঙ্গে সম্পর্কটাও ভালো রাখতে হবে, কখন কাকে দরকার হয় কে বলতে পারে ! খেতে বসেছেন । খিচুড়ি , লাবড়া , বেগুনির পর এলো এবছরের স্পেশাল আইটেম ধোঁকার ডালনা। ধোঁকাগুলো এত কালচে কেন , পুড়িয়ে ফেলেছে না কি ? নাক সিঁটকোলেন পাকড়াশী গিন্নী। কিছু বলার আগেই খানচারেক ধোঁকা পাতে ঢেলে দিলেন কালু বাবু ," বৌদি খেয়ে দেখুন, একেবারে স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছি। " উফ্ফ , কি জ্বালাতন ! এখন এই আধপোড়া কালো ধোঁকা গিলতে হবে। দীর্ঘশ্বাস ফেললেন পাকড়াশীরা। খাবারগুলো নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেন। তারপর সুযোগ খুঁজে কেউ দেখছেনা বুঝে যখন খাবার ভর্তি শালপাতাগুলো ফেলতে যাবেন , শুনলেন পিছন থেকে চেঁচামেচি। "এইতো খেয়ে গেলে তোমরা , আবার এসেছ ?" কালু বাবুর হেঁড়ে গলা। " কই না তো , আমরা তো এই এলাম " জবাব এলো মৃদু স্বরে। এইবার বেশ কড়া সুরে বললেন কালু বাবু , " বিনা পয়সায় খাবে বলে বস্তিশুদ্ধ সবাই চলে এসেছো দেখছি। এক হাতার বেশি খিচুড়ি পাবেনা কিন্তু এই বলে দিলাম। আর ধোঁকার ডালনা শুধু যারা চাঁদা দিয়েছে তাদের জন্যে। " " কিন্তু ঠাকুরের ভোগ তো সবার " বললো কেউ একজন। " যা পাচ্ছ তাই খাও , না হলে চলে যাও " ,আবার কালু বাবুর হুঙ্কার।
এসব শুনে পাকড়াশী গিন্নী বললেন কর্তাকে ," ইস , একটা কৌটো আনলে খাবারগুলো না ফেলে মনার মায়ের জন্য নিয়ে যেতাম। ওরাও তো ওই বস্তিতেই থাকে ।"
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register