Thu 18 September 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রাজীব সিংহ

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রাজীব সিংহ

একটি উপন্যাস ও জাহাজবাড়ি

এখানেই পড়ে ছিল সরোজিনী কুমুদ ও কুন্দনন্দিনীর অকপট স্বীকারোক্তি অথবা চেনামুহূর্তরা, বিলাসী রোদের অকারণ প্রাবল্য বিস্তার৷ সংযমে ওমজবাকুসুমশঙ্কাশং ক্রমশ স্বেদ ও ঘ্রাণের পরিপন্থী হয়ে উঠলে একক দুপুর আর একক রাত্রিগুলি বিরাট ময়াল সাপের মতো দিগন্ত গ্রাস করতে করতে মৃত্যুর পরের কিছু অজানা প্রশ্ণমালার সামনে উত্তরপত্র হাতে দাঁড় করিয়ে দেয়৷
এক উন্মাদের কতো না বাহার, চিত্রকলা, চিত্ররূপময়তা! সমস্তদিন ফকির আর বাউলসঙ্গ করতে করতে কুন্দনন্দিনীর আকন্ঠ তৃষ্ণা এই মধ্যরাতে জিপসিদের তাঁবুর মতো এই জাহাজবাড়িতে তাকে ঘুমোতে দেয় না৷ সরোজিনী কুমুদ ও অন্যান্য ছায়ারা কখন চরিত্র হয়ে সিলেবাসে জড়িয়ে পড়েছে৷ দূর থেকে ভেসে আসে সেই সম্পর্কবহির্ভূত বাঁশির সুর৷ সমস্ত সংযম ভুলে সমস্ত জাগতিকতা ভুলে এখন মৃত্যুকে বলবে কী কুন্দনন্দিনী সেই তৃষ্ণার আয়োজন!
সেই আশ্চর্য জাহাজবাড়ি তখন ক্রমশ ডুবে যাচ্ছে মাঘের কুয়াশায়... অজয় নদের তীরে... ফকিরের তমালতলায়...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register