Thu 18 September 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মিঠুন মুখার্জী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মিঠুন মুখার্জী

প্রকৃতির বিলাপ

কে জানতো আমি এত দূষণ মুক্ত হব ! কে জানত আমার সন্তানরা খোলামেলা ঘুরে বেড়াবে সর্বত্র ! কে জানতো লকডাউনের কঠোর নিয়মে মানুষকে গৃহবন্দী হতে হবে !! কেউ জানত না, কারো জানার কথাও নয় কালের করালগ্রাস সময়েই বোধগম্য।
আমার বুকে অত্যাচার কম হয়নি, প্রতিনিয়ত নির্যাতিত হয়েছি অসহায় নারীর মতো অনেক সহ্য করেছি, অনেক বলেও তোমাদের পরিবর্তন হয়নি সমূলে উৎপাটিত করেছ আমাকে আমার মৃত্যুর আগেই মৃত্যুর পথে ঠেলেছো বারংবার তার পরিণতি, খুব কি ভালো হলো?
কেউ বলছে করোনা চিনের সৃষ্টি, কেউ বলছে আমেরিকার কত দ্বন্দ্ব, কত কাদা ছোড়াছুড়ি ভেবে দেখো, করোনা সময়ের সৃষ্টি বিবেকের জাগরণ ঘটাতে এসেছে সৃষ্টির রক্ষার্থে এসেছে লক্ষ মানুষের রক্তে বিবেকের জাগরণ ঘটাতে চায় পরিবর্তন আনতে চায় চিন্তনে বাঁচার প্রয়োজনীয়তা অনুভব করাতে চায়।
একবারও সৃষ্টির শ্রেষ্ঠ জীব ভাবে না আমার সর্বস্ব তাদের জন্য উজাড় করে দিয়েছি কত যন্ত্রনা, ঝড়-বৃষ্টি সহ্য করেছি প্রতিমুহূর্তে তবুও অক্সিজেন, ছায়া, ফুল-ফল, আশ্রয় দিতে কার্পণ্য করিনি বারবার রক্ষককে ভক্ষণ করেছ জোর করে অনেক সাবধানতা সত্ত্বেও জেগে ঘুমিয়েছো তার পরিণতি, খুব কি ভালো হলো?
কালের নিয়মে দুর্দিন একদিন চলে যাবে শুধু মানুষের বিবেক ও শুভবুদ্ধির উদয় হোক, আমার প্রতি অত্যাচার নয়, স্বহৃদয় দৃষ্টি পড়ুক স্বার্থসিদ্ধিতে না মেতে, জ্ঞানের প্রদীপ জ্বলুক।
 

 নারী বন্দনা

ধন্য তুমি নারী ধন্য তোমার নারীত্ব। বহুরূপী নারী তুমি বোঝে না তোমার মহত্ব। কভু জায়া কভু জননী কভু ভগ্নি রূপে নারী তুমি ধন্য তোমার নারীত্ব।
কখনো পত্নী রূপে স্বামীকে কখনো ভক্তরূপে প্রভুকে কখনো মাতৃস্নেহে শিশুকে কাছে টানো তুমি।
মহামায়া রুপি তুমি সেই নারী যার মায়াতে ধ্বংস অসুর কুল। মাতা রুপি তুমি সেই নারী যার কোমল চরণে জগত কুল। ছোট্ট একটি ভ্রূণ থেকে বৃহৎ মানবকুলের জন্ম, অজস্র কষ্ট সয়ে দেখালে মোদের পৃথিবী। ধন্য তুমি নারী ধন্য তোমার নারীত্ব ।
পত্নী রূপে স্বামীর কাছে গোলাপের মতো সুন্দর তুমি। মাতৃরুপে সন্তানের কাছে সর্বজয়ার মত স্নেহময়ী তুমি। ভক্তরূপে ভগবানের কাছে চিরকালের সেবক তুমি। নারী রূপে যুবকের কাছে সুন্দর থেকে সুন্দরতর প্রেম তুমি। ধন্য তুমি নারী ধন্য তোমার নারীত্ব। কল্পনার জগতে দুরতম দ্বীপ তুমি, হৃদয়ের জগতে চিরকালের আশা তুমি, তুমি সুন্দর উর্বশী মেনকা রম্ভা তোমার সুন্দরতার মোহে মুগ্ধ জগত তোমার সৌন্দর্যতায় পুরুষের দিন কেটে যায় তবু সৌন্দর্যের মোহ কাটে না। সুন্দর তুমি নারী সুন্দর তোমার নারীত্ব। হে নারী তুমি সহ্যশীলা, ধৈর্য্যশীলা তুমি তেজস্বিনী, তুমি নিবেদিতা, টেরেসা, মাতঙ্গিনী। কভু নিঃস্বার্থ সেবা, কভু দেশের জন্য দিয়েছ প্রাণ। কভু সংসার করেছ সুখের, কখনো ধরেছ দেশের রাশ তুমি কালবৈশাখী হয়ে কখনো শত্রুর করেছ নাশ। তুমি দুষ্টের দমণ সৃষ্টের পালনে সদা জাগ্রত প্রহরী তুমি সৃষ্টি, তুমি ধ্বংস, কভু পুরুষের প্রেরণা দানকারী ধন্য তুমি নারী ধন্য তোমার নারীত্ব।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register