১.
টোটেম ও জাদু
বাদাম ভেঙ্গে দেখি বৃদ্ধ পিতামহের মুখ
অসম্ভব শীত লাগলে আমিও ইশতেহার পড়ি
ধার করে নিয়ে আসি দাঁত
মাঝে মাঝে গোড়ালিতে মিছিল নামে
এখনও যারা অষ্টাদশ শতকের চাবি দিয়ে গর্ভবতী হয়
টোটেম আর জাদুই কী তাদের ভবিষ্যৎ
আমার ভিতর রাতভর শিশুও রুটি
পিছিয়ে যাচ্ছে বিবাহ!
২.
পাথর
কে আমাকে গড়েছে প্রানহীন
সামনে ঘিয়ের প্রদীপ, পুড়ে গেছি যতবার, ভেবেছি যজ্ঞ
চোখ চেঁছে নিয়েছে যার ধার
তাকে বলি, ঈশ্বর
পূজা পেয়ে পেয়ে নিষ্ঠুর হয়ে গেছে কিছু পাথর !
0 Comments.