সাদা হতে বারণ নেই যদি জ্বলতে পারো
সত্য শুধু তোমার আর নয় কারও
নিভে গেলে বিনিময় হাতে হাত মুখে মুখ
ফর্সা থাকার মতো আর নেই সুখ
#
আঙুলের ছায়া কাঁপে যেন ইশারায়
ডেকে নেয় কেউ আর কাকে বা ডরায়
মুখ গুলো অন্ধকরে কাকে চায় আলো
জ্বলে গেলে এ আড়াল মৃত্যু চেয়ে ভালো।
0 Comments.