এখনও রৌদ্রদগ্ধে দহনতাপ আর এবং চুল্লীশোক
নিত্য ঘর-বাড়ি ভিটে-মাটি রাতারাতি সব ১৪৪ ধারায়,
যদিও একান্নবর্তী হাঁটি একা একা কেউ নই আমি আর...
চোখেতে ম্রিয়মান ভাষা ভ্রমণ বিলাসী মনে মন হারায়....
নিত্য ঘর-বাড়ি ভিটে-মাটি রাতারাতি সব ১৪৪ ধারায়.....
চারপাশে পড়ে আছে দুর্যোগ কত লক্ষ পাণ্ডুলিপির বই
এখানেই তো কথা ছিল যুদ্ধ শব্দের মতো মন্থনে মন্থনে মৈথুন লেখা,
যদিও আমি প্রকাশ্যে উলঙ্গ হতে শিখেছি বারবার..
পাখিদের ফেলে যাওয়া পালক আর নষ্ট ডিম হতে দেখা....
এখানেই তো কথা ছিল যুদ্ধ শব্দের মতো মন্থনে মন্থনে মৈথুন লেখা.....
এখন তো সময় সঁপে দেওয়া জল্লাদের হাত বড়..
ক্ষুধার্ত শিশুদের বোমা বানাতে শেখাবে জনান্তিকে বলে,
প্রতিশ্রুতি বেলা অবেলায় ইদানীং শ্লোক ওরা আমরায়...
মিছিল ফুঁড়ে এফোঁড় ওফোঁড় শহর থেকে গ্রামে দল আর দলে....
ক্ষুধার্ত শিশুদের বোমা বানাতে শেখাবে জনান্তিকে বলে....
কৃষ্ণবর্ণ একদেশ ঘুণপোকায় খাওয়া নাম ভারতবর্ষ...
এখানেও রাক্ষসের মুখ শ্রেণিশত্রুর যৌথ উদ্যোগ,
আমাদের ভাঙাচোরা মুখ এবং মুখোশ নিজস্ব সর্বনাশায়...
বর্বরের গুহালিপি থেকে ম্রিয়মান ভাষা অনিবার্য হোক....
এখানেও রাক্ষসের মুখ শ্রেণিশত্রুর যৌথ উদ্যোগ.....
0 Comments.