Thu 18 September 2025
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সুনীল বরণ কালিন্দী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সুনীল বরণ কালিন্দী

বাড়িয়ে দাও তোমার হাত

- থাম-থাম-থাম|
বচা একেবারে আমার বাইকের সামনে| আমি সজোরে ব্রেক কষে সামলে নিলাম|
-মরার ইচ্ছে থাকলে কোনো ব্রিজের তলায় দাঁড়িয়ে যা না| আমার বাইকের তলায় কেন?
মেজাজটা খচে গেছে| রাগে থর থর কাঁপছি|
-রাগ করিস না| ক্ষমা করে দে|
-আর একটু হলেই তো মায়ের ভোগে যেতিস| সেই সঙ্গে আমার সংসারটাও ভেসে যেত|
-মায়ের কাছে যাবার জন্যই তো......
-মাসীমা............
-হ্যাঁ রে| মা কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি হয়ে আছে| আজ ছাড়বে| ভাবলাম তুই তো ওদিক হয়ে যাস| তাই..........
-ঠিক আছে| নে নে উঠে পড়|
আমি বাইকে স্টার্ট দিলাম| কিছুটা যাওয়ার পরই বচা বকবকানি শুরু করল|
-হ্যাঁ রে, তোরা বর্ণবিদ্বেষী কেন?
-সকালেই মাল-টাল টেনেছিস না কি?
আমার কথা কানে না তুলেই বচা তার স্বভাবিদ্ধ ভঙ্গিতে দার্শণিক সুলভ বক্তৃতা শুরু করল|
-তোরা শিক্ষিত, সমাজ গড়ার কারিগর| তোদের মধ্যে ভেদা-ভেদ, বাছবিচার! ছেলে-মেয়েরা তোদের কাছ থেকে শিখবে কি? ছেলে-মেয়েরা তো শিক্ষকদের দেখেই শেখে| ওরা তো তোদেরই অনুসরণ করে|
-বকর-বকর থামাবি?
-অভিভাবক দের কাছে কী বার্তা যাচ্ছে বলত?
তোদের প্রতি অগাধ আস্থা, বিশ্বাস বলেই তো ওরা ছোটো ছোটো ছেলেমেয়েদের তোদের কাছে পাঠায়| আর তোরা কী না, শিশুমনে বাছ-বিচার, ভেদা-ভেদ, বর্ণবৈষম্যের বীজ বপন করছিস?
মাতালকে থামানোর চেষ্টা করা বৃথা|
-আসলে তোদের অহংবোধ বেশী| কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ে চাস না| সমান সমান হলে যা হয়| আমি বলি কী ইগো, ডিগ্রির কচকচানি সব মন থেকে ঝেড়ে ফেল|একে অপরের দিকে হাত বাড়িয়ে বল-" বাড়িয়ে দাও তোমার হাত............." গলা ছেড়ে গা-" ও বন্ধু , তুমি শুনতে কি পাও?"
বচা ননস্টপ বকেই চলেছে|
-তোদের মধ্যে ভেদা- ভেদের জন্যই সব প্রচেষ্টা মাঠেই মারা যাচ্ছে| দানা বাঁধছে না| জমতে জমতেও জমছে না| সব গলে জল হয়ে যাচ্ছে|
এখনো সময় আছে| সদর্পে ডাকিয়া বল- অঙ্গনওয়াড়ি টিচার, প্রাইমারী টিচার, প্রাইমারী প্যারা টিচার, এস.এস.কে টিচার, এম.এস.কে টিচার আমার ভাই| বল- আপার প্রাইমারী টিচার, আপার প্রাইমারী প্যারাটিচার আমার সহযোদ্ধা| গর্বভরে বল- টি.জি.টি , আংশিক সময়ের টিচার, কম্পিউটার টিচার , কর্মশিক্ষার টিচার আমার সহকর্মী| দৃপ্তকণ্ঠে বল- পি.জি.টি,
নয়-দশের টিচার, এগারো-বারোর টিচার আমার সহমর্মী|আর বল দিনরাত- হে জগদম্বে, আমার অহং নাও| আমাদের একসূত্রে বেঁধে দাও| আমাদের আন্দোলনকেও এক ছাতার তলায় নিয়ে এস|
বচার কথায় আমি বিভোর|
-আর তা যদি না পারিস চিরকাল মার খেয়েই যাবি| লোকে তোদের দিকে জুতো ছুঁড়বে, জগ ছুঁড়বে, কুকুর বলবে| ঠ্যাঁগাড়ে বাহিনী দিয়ে আলো নিভিয়ে ধোলাই করবে, জামা ছিঁড়বে, ব্লাউজ ছিঁড়বে, জলকামান দাগবে| তাই বলছি সাধু সাবধান| মনে রাখিস একতায় বল| United We Stand, Divided We Fall.
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register