।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শিপ্রা দে
শরতের আহ্বানে
বর্ষা শেষে অরুণ আলো নীল আকাশে সাজে
বসুন্ধরা মেতেছে আজ নতুন রূপে সেজে।
শারদ শশীর জোছনাতে হয় অপরূপ ধরা
অমল ধবল মেঘের ভেলা বড়ই মনোহরা।
ঋতুর রানী শরত এলো সবুজের মাঠ ঘিরে
ক্ষেতে ক্ষেতে বেড়ে ওঠে আমন ধান ধীরে
হাসনাহেনা শালুক ফুল আর গাছের পাকা তাল
শাপলা ফুলে কাদায় ভরা কলমীভরা খাল।
নীল আকাশে শুভ্র মেঘের আলোছায়ার খেলা
নদীর তীরে শিশির ভেজা কাশের ফুলের মেলা।
শিউলি তলায় পল্লীবালা ঝরা শিউলি তোলে
আগমনীর সুর বেজেছে ঢাকির ঢাকে ঢোলে।
শিশির স্নাত ঘাসের পরে মুক্তো দানা ছড়ায়
দূর গগনে রবির কিরণ, আগমনী ধারায়।
ঘরে ঘরে বঙ্গবাসী সাজছে শরত সাজে
ঘরের বাইরে মন চলে যায় মন লাগে না কাজে।
0 Comments.