সত্যি এবার আসবি কি মা,এই করোনার আবহে?
পথজুড়ে তাই ছড়িয়ে আছে ভোরের শিউলি ফুল?
হাওয়ার দোলায় দুলছে কাশের সাদা চামর-চুল –
এবার বুঝি খুশির ঢেউয়ে ভেসেই আমি যাব হে!
সাবধানে খুব আসিস মাগো, নইলে সর্বনাশকে
ডেকে এনে করবি কি তুই পুজোটাকেই নষ্ট?
বলছি মা তাই, এবার কিন্তু হোক না যতই কষ্ট-
মুখ-নাক সব ভালো করে ঢেকে রাখিস মাস্কে!
0 Comments.