যেমন খুশি বুনেছো শরীর শব্দ মালা
এখন ভাবছি কতটা সহজ হবে অনুবাদ
অসীম পিপাসায় চাতক তুমি অজন্তা ইলোরা
চুক্তিহীন বাহুবন্ধন মঞ্জুভাষ তোমার অনুরাগ।
নিষেধ কালের তীর তরপুন কখন ছুঁলো
আদিম মানুষ কেমন ছিল তাদের আদর
জীবন থেকে জীবন বোনা ক্ষেত খামার
সরাই খানায় রাত নেমেছে বদ্ধ পাগল।
নিশীথ সময় চুক্তি ছেঁড়ে রাত প্রভাকর
হাতে লণ্ঠন মাঝ রাত খোঁজে প্রিয় দার্শনিক
প্রাসাদপুরীর খেলা ঘরে গোপন স্বর্ণ প্রভা
পরিচয় নেই কার পুত্র অথচ যৌথ জীবন খেলা।
স্মরণ কালে আসে না তেমন নদী স্রোতের ডাক
উত্তর হীন শ্বেত কবুতর জড়ায় প্রেমের পালক
ধানের শীষের প্রতি ফুলে জমে স্তনের অধিকার
এসো তবে নবান্ন কাল ঋতু কালে রতি আহার।
0 Comments.