চামড়ার দরদামগুলি
ঘুরে ফিরে আসে প্রতি হাটবারে
ভাঙাচোরা ট্র্যাকারের পিঠে
শহরতলির মোড়ে
প্রতি হাটবারে তারা বদলে নেয়
ইসৎ বাদামি ঝিলিক, গোধূলির রঙ
বর্নালীর এই বিনিময় শেষে
এভাবেই লেখা হয় সাশ্রয়গুলি
লেখা হয় বিদূর শ্রাবণ, মৌসুমী বায়ু
পুলকিত আড়তের হিম
প্রতি হাটবারে
বকেয়ার এই রীতি মেনে
গানের বিরাম হয়ে
তারা ঘোরে ধরাধামে
ছায়াবৃতা
আলোতে ফুটেছে দুরে ঝুলন্ত সেতুটি
খুব নীচু করে আঁকা, দুপাশে তুমুল ধমনী
শহীদ সরণি হয়ে রক্তস্রোতে এসে
মিশেছে তাদের পরিখা
এই জেনে তোমার গানের সাথে মিশে যাই
প্রতি বর্ষায় গীতিময়তার টানে যেরকম
ভেসে যায় বিয়োগের পলিথিনগুলি
বয়োঃপ্রাপ্ত ষোলকলাগুলি ভুলে যায়
চামড়ার গুটিবসন্তের স্মৃতি …
0 Comments.