Thu 18 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান  ড. অসীম কুমার মান্না (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান  ড. অসীম কুমার মান্না (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ১৫ বিষয় - নারী নির্যাতন তারিখ: ০৫/১০/২০২০

ওখানে কি জ্বলছে?

দাউ দাউ করে ওখানে কি জ্বলছে? কেউ কিছু জানে না, পুলিশ বলছে, “শান্তির রক্ষক রয়েছি দায়িত্ব পালনে কোথায় কি জ্বলছে বলব কেমনে”!
মায়ের সাথে মেয়ে গিয়েছিল ক্ষেতে ওখান থেকে আর ফেরেনি বাড়ীতে উচ্চবর্ণের মানুষ ওরা ছিল চারজন দলিত ওই মেয়েটিকে করল ধর্ষণ।
জিভ কেটে ঘাড় ভেঙে ধর্ষণের পরে ক্ষেতের মধ্যে দেহটাকে দিয়েছিল ছুঁড়ে তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে পৃথিবী থেকে বিদায় নিল চিরতরে
উপর মহল থেকে পাওয়া অর্ডারে হাসপাতাল থেকে দেহ হাইজ্যাক করে, বাড়ীর লোকজনকে তালাবন্দি করে পুলিশ এনেছে দেহ রাতের অন্ধকারে।
উচ্চবর্ণের ওরা আছে ক্ষমতায় ওদের কুকর্ম তাই চাপা দিতে চায়। বাইরে যাতে বেরোয় না এই খবর জোহুজুর পুলিশ তাই এত তৎপর।
কিসের আদিখ্যেতা দলিত মেয়ের জন্য জন্মেছে দলিত ঘরে হয়ে ভোগ্যপণ্য। এটাই তো এদেশের হয়ে গেছে রীতি চারিদিকে ঘটনা তাই ঘটছে যথারীতি।
দলিতের মেয়ে মরেছে হয়ে ধর্ষিতা দাহ করার অধিকার পায়নি তার পিতা। প্রমাণ নষ্ট করতে হবে তাড়াতাড়ি দূরেতে জ্বলছে তাই দলিত কিশোরী।
জ্বালিয়ে এভাবে চাপা যায় না বাস্তব সত্য- দেশের নিয়মকানুনের সাথে জ্বলছে মনুষ্যত্ব। জ্বলছে ভারত মায়ের এক কন্যা সন্তান জ্বলছে বিবেক, জ্বলছে দেশের সংবিধান।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register