Thu 18 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয় নাকি!!!

maro news
সম্পাদকীয় নাকি!!!

ত্রিতাপহারিণী

উঠোন জুড়ে ছড়িয়ে থাকা শিউলি, শহর ছাড়িয়ে কয়েক মাইল দূরে গেলেই কাশের সমাহার বলে দিচ্ছে... তাঁর আসার সময় আগত প্রায়!!! এবছর মহালয়াতে বীরেন্দ্রকৃষ্ণের গমগমে স্বরে যতই মৃন্ময়ীতে চিন্ময়ীর আবাহন হয়ে যাক না কেন... সময়ের নিরিখে এবার উমা কার্তিকে আসবেন!!! পুরো আশ্বিন জুড়ে মলমাসের দাপটে এবার মায়ের জন্য অপেক্ষা দীর্ঘতর... এই দীর্ঘ প্রতীক্ষাও কেমন প্রতীকী!!! করোনার কোয়ারেন্টাইনে মাও এবার কৈলাশ ফেরত কোয়ারান্টাইন কাটিয়ে তবে ধরাধামে অবতীর্ণ হবেন!!! সবাই আমরা করজোড়ে কালো ঘুঁচে আলো ফোটার অপেক্ষায়!!!
প্রতিবারের ঊমার ঘরে ফেরার জাঁকালো আয়োজনে ভেবেছিলাম এবার ভাঁটা পড়বে বোধহয়... তবে না!!! ভুলে গেছিলাম, আমরা বাঙালি... দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলির মন্ত্রটা পুরুতঠাকুরের মুখে না শুনেই নিজে নিজে বলতে না পারি, অষ্টমীর সন্ধ্যেতে পার্ক স্ট্রিটে ডিনারে টেবিল পাবো কী না সেটা আগে নিশ্চিত করি!!!! সন্ধিপুজোর নিখুঁত ১০৮ টা পদ্ম এলো কী না, বারোয়ারি দুর্গাপুজোয় মাথা ব্যাথা থাকে কজনের... প্রশ্ন করুন নিজেকে, ভেবেছেন কখনো?? যাই হোক,থিমের বাড়বাড়ন্তে যখন পুজো প্যান্ডেলে আজান বাজে, আমরা সেকুলার আর গ্লোবাল হওয়ার গর্বে গর্বিত হই!!! এবার ভেবেছিলাম, প্যান্ডেল, প্রতিমা তাঁর গায়ের গয়নার দামের ওপরে আমার ঊমাকেই পাবো বোধহয়... ঐ যেখানে একচালায়, কাশের বনে, একটা টিমটিমে আলোতেও মুখ দেখা যায় মায়ের... বুকের ভিতর মা আসবেন, ভয় কাটিয়ে, দ্বিধা মিটিয়ে, মৃত্যু নাশিয়ে...
আমরা আবার ভাসলাম, পুজোয় নয় উৎসবে!!!
প্রতিযোগিতায় উচ্চতার শিখর ছুঁতে চাওয়ায় সবটুকুই শুধু মেকি হয়ে রয়ে যায়। আমাদের সাধ্যের বাইরে গিয়ে সাধ মেটানোর চেষ্টায় জিতে যায় গ্লোবাল বাঙালি, শহুরে বাঙালি, প্যাকেজিং এ অভ্যস্ত বাঙালি... আর হারতে থাকে আমাদের অস্তিত্ব, স্বাতন্ত্র্য, সাবেকিয়ানা!!! বস্তাপচা সংস্কারের আখ্যা পেয়ে যায় অকালবোধনের পুজোর উপাচার। উৎসবের রোশনাইয়ে জিতে যায় বিশ্বায়ন...
প্রতিমার কাঠামোর পিছনের খড়, বিচুলি, মাটির প্রলেপের মতো আড়ালে থেকে যায় সাদামাটা, আটপৌরে, মফস্বলি কিংবা টিমটিমে একটা বাতির নীচে দাঁড়িয়ে থাকা একচালা ঊমা!!!
সেটার কী সবটাই খারাপ?? তা হয়তো নয়... এইভাবে মা দুর্গা হয়তো অর্থনীতিকে আবার চাঙ্গা করবেন!!! আবার ঝলমলে হবে আমার শহর... রাত নামবে না তিলোত্তমায়!!! আমরা মেতে থাকবো করোনার করাল ছায়া ভুলে... সবটাই চলুক!!! শুধু বালির ঝড়ে মুখ লোকানো উটের মতো সত্যিটাকে অস্বীকার না করে... বাঙালিকে সচেতন কোরো মা!!! বাঙালির চৈতন্য হোক...
  https://www.youtube.com/watch?v=ya7bupY1CCI&t=329s
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register