জোৎস্না কৃষ্ণগাছ পেরিয়ে আমার এখানে আসেনি।কাল স্টেশন চত্বরে দেখা গেছে।তার পুরোনো রোঁয়া-ওঠা পাঞ্জাবি পরে ওইখানে শুয়েছিল।সিগারেট ঠোঁটে।অল্প কুঁকড়ে।
'তুমি ছেড়ে এলে? কোন বিষাদ? কোন অসহায়তা? এবার
কোথায় যাবে?'
কে যেন জানতে চায় তার কাছে। তার অস্পষ্ট উত্তরে
হাজার ডানা ঝাপ্টে, পাখির ঠোঁটসমান মাটিতে, বাঁশি বলে,
নিরুত্তর চাপা পড়ে গেল।
ইতিমধ্যে স্টেশনের একটা ট্রেন, পরের ট্রেন, তারপরের ট্রেন
বার বার আমায় জানাল, 'এখনো হয়নি সময়।বড্ড তাড়াহুড়ো করো।শেষ ট্রেন অমাবস্যা পোহালে!'
0 Comments.