Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বিজন মণ্ডল

maro news
কবিতায় বিজন মণ্ডল

চন্দ্রাবতী

তিন তলা বাড়ির নীচের তলায়, শেষের দিকে তেরো বাই চোদ্দো ফুটের ঘর, বারো বছর আগে এই ঘরে তুলেছিলে । তখন আমার বয়স কুড়ি, আর তোমার বোধহয় বাইশ ।
একদিন সকালে ঘুম থেকে উঠে শুনলাম, কোলকাতা থেকে আমাকে পাত্র পক্ষ দেখতে আসবে । সঙ্গে পাত্রও আসবে... পছন্দ হয়ে গেলে সামনের মাসেই বিয়ে ! মা ঘুম ভাঙিয়ে কানে কানে বলে গেল ।
পছন্দ হয়ে গেলেই বিয়ে ? কথাটা শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল । বিয়েতে শুধু মাত্র পাত্র এবং পাত্র পক্ষের পছন্দ দরকার ! আমারও তো পছন্দ-অপছন্দ আছে ! অবশ্য আমাদের মতো গরিব ঘরের মেয়েদের আর পছন্দ-অপছন্দ !
বিকালে তোমরা এলে... মা পরিপাটি করে সাজিয়ে দিল । ছোট কাকিমার হাত ধরে তোমাদের সামনে গিয়ে বসলাম । তুমি সবার মাঝে বসেছিলে... আমিও এক পলক তোমাকে দেখেছিলাম । এক পলকে দেখাতেই কেন জানি তোমাকে খুব ভালো লাগলো । মনে আছে, তুমি আমার নাম জানতে চেয়েছিলে আমি লাজুক চোখে কাঁপা ঠোঁটে শুধু বলেছিলাম -- চন্দ্রাবতী । নাম শুনে তুমিও লাজুক হেসেছিলে । আড় চোখে আমি দেখেছিলাম....
পরের দিন তোমার বাড়ি থেকে খবর এলো, আমাকে তোমার খুব পছন্দ হয়েছে । তোমার বাড়ির অন্যদেরও... আমি তো এটাই চেয়েছিলাম । তোমাকে দেখে আমার স্বপ্নের পুরুষ মনে হয়েছিল । তারপর থেকে প্রতিটা রাত্রি, তোমায় নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়েছি । তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি । সারাটা দিন উদাস মনে মেঘের আনাগোনা দেখতাম । আর মনে মনে ভাবতাম, কবে আসবে সেই শুভক্ষণ ! তুমি আমাকে বধূ বেশে নিয়ে যাবে তোমার ঘরে ! এলে তুমি, ঘোড়ায় চেপে রাজ পুত্রের মতো । আমার সমস্ত অহংকারকে পরাজিত করে জয় করে নিলে আমাকে । আমাকে সিঁদুর পরিয়ে তোমার অর্ধাঙ্গিনী করে নিয়ে গেলে আমায় ।
একদিন জ্যোৎস্না রাতে আমার হাত ধরে জানালার পাশে নিয়ে গিয়ে বললে, তোমার কখনো জানতে ইচ্ছে করে না ? আমি তোমাকে কেন এতো ভালোবাসি ! আমি কিছু বলার আগেই তুমি বলতে শুরু করলে, "আমি রোজ রাতে এই জানালার পাশে এসে বোসতাম মোহময়ী ঐ চাঁদের দিকে তাকিয়ে রূপকথার রাজকন্যাকে খুঁজতাম । হারিয়ে যেতাম কল্পনার জগতে ভাঙা ভাঙা মেঘ যখন চাঁদটাকে আড়াল করতো খুব উতলা হয়ে যেতাম । মেঘের আড়াল থেকে যখন চাঁদ বেরিয়ে আসতো মনটা নেচে উঠতো ছুঁতে ইচ্ছে করতো চাঁদের সৌন্দর্যকে কিন্তু কখনো ছুঁতে পারিনি । তোমাকে যেদিন প্রথম দেখি তোমাকে আমার সেই রূপকথার রাজকন্যা মনে হয়েছিল তোমাকে নিয়ে ভাসতে ইচ্ছে হয়েছিল দূর আকাশের । তোমাকে মেঘবালিকা রূপে পেতে ইচ্ছে হয়েছিল । তোমার রূপ সাগরে ডুবতে ইচ্ছে হয়েছিল । কতো কতো কবিতা লিখেছি তোমার নিয়ে !"
ডায়রির পাতা উল্টে অনুভব করি তোমার স্পর্শ প্রতিটা অক্ষরে অক্ষরে তোমার ইচ্ছা গুলো খুঁজি । জানলা খুলে বিভোর হয়ে দেখি তোমার রং মাখা চাঁদের আলো । শত শতাব্দীর পরেও এভাবে মাখবো তোমার দেওয়া রঙের পসরা । আজ তুমি অনেক দূরে... তবুও তোমার স্পর্শ পাই, তোমার লেখা প্রতিটা কবিতায় । তুমি আজ দিগন্তের মৌন মিছিলে হাসো আর আমি শুভ্র থানে তোমাকে জড়িয়ে ধরি ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register