Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বিজন মণ্ডল

maro news
কবিতায় বিজন মণ্ডল

গোধূলি কন্যা

পড়ন্ত রোদের আভা, পশ্চিম আকাশ জুড়ে রঙের খেলা শুরু করেছে । পাখিরা ঝাকে ঝাকে আপন বাসার উদ্দেশ্যে, সেই রঙ স্পর্শ করে কিচির মিচির স্বরে উড়ে চলেছে । ক্লান্ত কৃষক হাল কাধে নিয়ে দিনান্তে বাড়ির উদ্দেশ্যে নিস্তেজ পা দুটি এগিয়ে দিচ্ছে বার বার । গোধূলি সারা দিক এক নতুন গন্ধের বার্তা নিয়ে এসেছে ।
সোনালি বিকালের স্নিগ্ধ কোমল বাতাস, তোমার দীর্ঘ কেশ রাশিতে স্বচ্ছ ঢেউ তুলে আলোড়িত করে গেল সমগ্র প্রকৃতিকে । দক্ষিনের মোহময়ী সমীরণ, তোমার ললাট চুম্বন করে নাচতে নাচতে ছুটে চলেছে উত্তরের পর্বতের দিকে ।
তোমার রূপের বাহারে প্রকৃতি যেন আজ রোমাঞ্চিত । তোমার কালো কেশ রাশি ধীরে ধীরে সমগ্র জগৎটাকে আচ্ছাদিত করার আস্ফলন করছে । তোমার আচল ঢেকে দিয়েছে আমার আকাঙ্ক্ষিত মনকে, যা কেবলই তোমার জন্য রক্ষিত ।
তোমার মায়াবি চোখের চাহুনি, সমগ্র প্রকৃতির ন্যায় আমার সমগ্র কলেবর রোমাঞ্চিত করে আকুল করে তুলছে ।

লাবণ্যময়ী

মেঘলা রাতের ঝিরি ঝিরি বৃষ্টি ভেজা তোমার তনু , সিক্ত কেশ রাশি জড়ানো তোমার বদনের মায়াবি চক্ষু , আমাকে পাগল করে দেয় ।
তুমি, ওহে মেঘ কন্যা কি অপরূপ লাবণ্য তোমার , কোথা থেকে ধার করেছো ওই রাধাকান্ত মেঘ বদন ? কোথায় তোমার বাস, কোথায় তোমার জন্ম বলো.. কোথা থেকে তুমি নেমে এসেছো এই ধরনীর মাঝে ?
তোমার রূপে মোহিত হয়ে দখিনা বাতাস বয়ে চলেছে, কেবলই তোমার স্পর্শ পেতে । কালবৈশাখী হুঙ্কার ছাড়ছে তোমাকে আপন করে নিতে । বলো, বলো হে চন্দ্র বদনা, কিভাবে তুমি কার হবে ?
তুমি মুক্ত খচিত সম্রাজ্ঞীর মুকুট পরবে , নাকি আমার ছোট্ট কুড়ের রাণী হবে ?
বলো, বলো হে অহংকারি সুন্দরের পুজারিনী---
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register