পড়ন্ত রোদের আভা,
পশ্চিম আকাশ জুড়ে রঙের খেলা শুরু করেছে ।
পাখিরা ঝাকে ঝাকে আপন বাসার উদ্দেশ্যে,
সেই রঙ স্পর্শ করে কিচির মিচির স্বরে উড়ে চলেছে ।
ক্লান্ত কৃষক হাল কাধে নিয়ে দিনান্তে
বাড়ির উদ্দেশ্যে নিস্তেজ পা দুটি
এগিয়ে দিচ্ছে বার বার ।
গোধূলি সারা দিক
এক নতুন গন্ধের বার্তা নিয়ে এসেছে ।
সোনালি বিকালের স্নিগ্ধ কোমল বাতাস,
তোমার দীর্ঘ কেশ রাশিতে স্বচ্ছ ঢেউ তুলে
আলোড়িত করে গেল সমগ্র প্রকৃতিকে ।
দক্ষিনের মোহময়ী সমীরণ,
তোমার ললাট চুম্বন করে
নাচতে নাচতে ছুটে চলেছে উত্তরের পর্বতের দিকে ।
তোমার রূপের বাহারে প্রকৃতি যেন আজ রোমাঞ্চিত ।
তোমার কালো কেশ রাশি ধীরে ধীরে
সমগ্র জগৎটাকে আচ্ছাদিত করার আস্ফলন করছে ।
তোমার আচল ঢেকে দিয়েছে
আমার আকাঙ্ক্ষিত মনকে,
যা কেবলই তোমার জন্য রক্ষিত ।
তোমার মায়াবি চোখের চাহুনি,
সমগ্র প্রকৃতির ন্যায় আমার সমগ্র কলেবর
রোমাঞ্চিত করে আকুল করে তুলছে ।
0 Comments.