আর কতদিন কামাগ্নি তে জ্বলবি?
আর কতদিন এ সত্যিটা ভুলবি?
পোশাক টেনে ছিঁড়ছিস যার
তারও সমান বাঁচার অধিকার
লিঙ্গ না সামলাতে পেরে অকারণে তুলবি?
আঙুল লিঙ্গ মাংসপেশী গলবে পুড়তে থাকবে ছাই
আজকে আমরা মানুষ বলতে ভীষণ রকম লজ্জা পাই
পশুর নেই তো ধর্ষণ দোষ
শরীর মনের এ আক্রোশ
হয়ত নিজের কামের নেশায় মা বোন কেই ভুলবি।
0 Comments.