কবিতায় উজ্জ্বল সামন্ত
অপেক্ষা
পৃথিবীর সমস্ত সুখের ডাকনাম যদি অপেক্ষা হয় তাতেই রাজী
অপেক্ষায় মনটা কোথাও যেন ধাক্কা খাচ্ছে সংশয়ে বারংবারই
আমার কল্পনায় ভালো থাকার সংজ্ঞা অন্যের কাছে তাই কি ?
সত্যিই কি ভালো থাকা কাকে বলে জানা কারো আছে নাকি !
অপেক্ষা অপেক্ষা শুধুই অপেক্ষা আর কত দিন ধৈর্যের পরীক্ষা
ক্লান্ত অবসন্ন মন মানতে চায় না সময়ের ঘেরাটোপে বন্দীর দশা
মন মুক্ত হতে চায় চিন্তা গ্লানি অতীত মুছে সোনালী ভবিষ্যৎকে আশা
ঘরবন্দী মন একাকী জীবন তরী বাইতে হবে কে দেখাবে আলোর দিশা ?
সময় ও জলের স্রোত অপেক্ষায় থাকে না বয়ে চলে নিজের নিয়মে
গতিময় তাই জীবন থেমে যাওয়াই মৃত্যু অপেক্ষারত মুহূর্তরা কখন থমকে
অপেক্ষা কিসের অপেক্ষা কেন মন প্রশ্ন করে নিজেই অজান্তে
অপেক্ষার ফল যে মিষ্টি হবেই তার কি কোন লিখিত প্রমাণচুক্তি আছে ?
কথায় বলে সুখ ক্ষণস্থায়ী আধুনিকা আপন পরের খেলা
দুঃখ কখন উঁকি দিয়ে দেখি ভাসিয়ে দেবে সুখের ভেলা
ডুবতে ডুবতে খরকুটো কে আশ্রয় করে বাঁচার স্বপ্নে আশা
অপেক্ষার অস্তিত্ব শেষ হয় যেখানে ঋণী থাকে নিমন্ত্রিত সর্বনাশা ...
0 Comments.