Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

maro news
গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

হে প্রদীপ

হে প্রদীপ.....
তুমি নিজেকে জ্বালায়ে সমাজ আলয়ে ভরে দাও ওগো আলো ।
আজ বন্ধ্যা সমাজ মানবিকতা বন্ধ্যা আঁখির জটিলতা দেখেও যারা দেখে না কিছুই তারাই শুধু ভালো ।
সুখের আখরে দুখের আঁধার ঘুচায়ে মুছায়ে দাও অনিবার মনের যত কালো ।
হে প্রদীপ.....

বিচার

অন্ধকার আজ তিলোত্তমা অন্ধকার এ ভূমি , অন্ধকারে আজও আছো ধর্ষিতা বোন তুমি ।
বিচার চেয়েছো যাদের কাছে এরাই ধর্ষিতা , বিচার পাবে কিভাবে তুমি ওরাই যে গ্ৰাসীতা ।
যত বেড়ে ওঠে আপিলের বোঝা ততো বাড়ে হুমকি , ধর্ষক আজ দেবতা সম শাসকের শক্তি ।
প্রশাসক আজ পড়েছে ঠুলি চোখেতে বাঁধন বেঁধে , ধর্ষতা আজ দ্বারে দ্বারে ফেরে চায় বিচার কেঁদে কেঁদে ।
তবুও ওদের হয় না মায়া ভাবে না আগু পিছু , ওদেরও যে সংসার আছে ওরা ভুলেছে সব কিছু ।
সময় থাকতে সাজা দাও ওগো শুনছো ন্যায়ের দন্ড , চেয়ে দেখো ওই ভাঙতে চলেছে তোমারও মেরুদন্ড ।

তবু ডেকে চলে

হে প্রভু তুমি বাজায়ে বাঁশি এ ভবে আসি খেলিলে এ কোন খেলা , দিবা নিশি তাহে গাঁথিছে মানব তব প্রেম নাম মালা ।
তব বিরহে জ্বলিছে বক্ষ উঠিছে না কোনো ধোঁয়া , লাজে রাঙা তব ও বদন খানি ধরায়েছে এ কোন মায়া ।
আঁখির জলেতে ভাসায়েছে বুক শত কোটি নর-নারী , শুনিতে চাহে ও বাঁশির শব্দ দিতে চাহে এ ভব পাড়ি ।
তবু তুমি ওগো দাওনা দেখা আসনা ভবের মাঝে , নাহি শোনাও ও বাঁশির শব্দ কভু দিবা নিশি সাঁঝে ।

হে ফুল

হে ফুল তুমি কার !
ওই বৃক্ষের নাকি মালির নাকি মালিকের নাকি ওই দাম দিয়ে কেনা ক্রেতার , তুমি তো নিজেও জানো না ফুল তোমা জীবনে মস্ত বড়ো ভুল এ ধরনী বক্ষে ফুটে ওঠাটাই , জীবন যন্ত্রনা সয়ে বহু কষ্ট বুকে লয়ে ।
যে বৃক্ষ হতে পরিণত তুমি মালির দিবা-রাত্রির পরিশ্রমের ফল , সু-সৌরভ ছড়ায়েছিলে এ বাগানে , আজ সেই তুমি অন্য কারো ঘর বৃক্ষ আর মালিরে করে দিয়ে পর দিবা নিশি আলো হয়ে জ্বলিছো ।
হে ফুল তুমি কার !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register