Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

maro news
গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

উদ্ধার করো

আমি হাত বাড়ালাম আমি বাঁচতে চাই এ সমাজের কলুষতা থেকে আমি এক বালিকা শিশু ।
তুমি হাত বাড়িয়ে আমার হাতটাকে ধরো , আমি অসহায় আমি লালসার শিকার আমি যেন ভোগ্য বস্তু , আমাকে উদ্ধার করো ।
আজ আমাকে বাঁচালে তোমার শিশুও বাঁচবে ওদের লোভাতুর দৃষ্টি আর লালসা থেকে ভবিষ্যতে আগামীতে ।
তোমার হাতটাকে বাড়িয়ে আমার হাতটাকে ধরো আমাকে বাঁচতে দাও আমাকে উদ্ধার করো , আমি এক বালিকা শিশু ।

মন পাখি

মন পাখি আজ একলা কাঁদে এ দেহ পিঞ্জরে , ছারি যাবে কবে রহিবে না ভবে এ মায়ার সংসারে ।
সকাল পেরায়ে দুপুর হইলো ফিরলো গোঠের রাখাল , অস্তরাগের রঙধনুটায় রঙ লেগেছে আকাল ।
চারিধারে আজ মানবের মেলা আলোতে ভুবন ভরা , সে মেলার মাঝে প্রাণপাখিটা দেহ পিঞ্জরে মোরা ।
থাকিতে চাহে না এ ভুবন মাঝারে মিছে সম্পর্কের খেলায় , আজ সন্ধ্যা নামি আঁধার হলো জীবন রথের মেলায় ।

আজ রজনী

আজ রজনী মাতাল করে ভরিয়ে দিল মন , ওগো চাঁদ তোমার স্নিগ্ধসুধায় বিভোর এদুনয়ণ ।
মেঘের দেশে মনের বাড়ি কল্পলোকের গায় , সাগর জলে জ্যোৎস্না ঝরে বন মহুয়ার পায় ।
চাঁদ তুমি জ্যোৎস্না নিয়ে রাঙিয়ে দিলে মন , মোহন বাঁশি বাজায়ে কানু ভরালো ত্রিভুবন ।

আধুনিক

ঐতিহ্য আজ মাটিতে লুটোপুটি সংস্কৃতি আজ বড়ো বেমানান , মনুষ্যত্ববোধ আজ ধুঁকছে ভারতবর্ষ ডুকরে ডুকরে কাঁদছে ।
প্রকাশ্য দিবালোক মেট্রোতে অস্লীল আচরণে ছেয়ে যায় , রাজপথে ধর্ষণ হুমকি বাক্যবাণে অস্লীলতা ছেয়ে রয় ।
প্রকাশ্য জনমাঝে অন্তরঙ্গতা বিবেকের বাণী আজ লজ্জিত , কুরুচি পূর্ণ সব অঙ্গভঙ্গিতে আধুনিকের পসরা আজ সজ্জিত ।
আধুনিক নামে আজ কাজে নয় দ্বন্দ্ব-বিভেদ নীতি বেড়ে চলে , আধুনিক হতে গেলে ইতিহাস ভুললে বন্ধু কভু নাহি চলে ।
আধুনিক হতে হবে আমাদের ইতিহাসেরই সেই পথ ধরে , নতুবা আঁধার পথে ছেয়ে রবে ভারতবর্ষ যুগ যুগ ধরে ।
 
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register