Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় রতন বসাক

maro news
গুচ্ছকবিতায় রতন বসাক

হতাশ হয়ো না

থাকবে কি আর এমন সময় আসবে ফিরে সবই, রাত ফুরোলে যেমন করে আবার আসে রবি ।
ভালো মন্দ নিয়েই জীবন এটা রেখো জেনে, মনের জোরে চলতে থাকো নিয়ম নীতি মেনে ।
চেষ্টা করলে পেতেই পারো অনেক কিছু আগে, অসৎ ছেড়ে সঠিক ভাবে কাজটা করা লাগে ।
দুখটা আছে বলেই সুখটা লাগে বেশি ভালো, আলোর কদর সবাই করে দেখে বলে কালো ।
ভয় পেও না আগের থেকে ভেবে নিয়েই হেরে, সত্যিকারের চেষ্টা করলে ভাগ্য ঠিকই ফেরে
 

সুযোগ দাও

নারী পুরুষ নিয়েই সমাজ গঠন করা হয়, তবে কেনো নারীরা আজ অবহেলা সয় ?
সুযোগ দিলে ওদের হাতে করতে পারে কাজ, দুর্বল ভেবে আজও দেখি পুরুষ চালায় রাজ ।
চাপের কারণ বাধ্য হয়েই বদ্ধ থাকে ঘর, নারী বলেই চাপটা দেবে কিছু মন্দ নর ।
সহজ থেকে কঠিন কোনো কর্ম করতে চায়, সঠিক ভাবেই করতে পারে যদি সুযোগ পায় ।
শ্রমিক থেকে দেশ চালানো করতে পারে সব, নারীকে দাও সমান সুযোগ চলো উঠাই রব ।
 

কন্যা বোঝা নয়

কন্যা হলেই বোঝা কেনো ভাবতে থাকো সবে ? পুত্রের মতোই সন্তান ওরা তোমার পাশে রবে ।
লেখাপড়া শেখাও ওদের আদর যত্ন করে, কোনো সময় বিপদ হলে যাবে নাতো সরে ।
প্রাপ্ত বয়স হবার আগেই বিয়ে দিলে তাকে, বিয়ের পরে সন্তান এলে ভুগতে হবে মাকে ।
অল্প বয়স হওয়ার কারণ বিচার বুদ্ধি কাঁচা, সংসার সামলে সুস্থ ভাবে মুশকিল হবে বাঁচা ।
ভালোবাসো মনটা দিয়ে কন্যা এলে ঘরে, সুন্দর করে মানুষ গড়ো বিয়ে দেবে পরে ।
 

খেয়ে পড়ে মজা

এসেই গেল বছর ঘুরে পারি নাতো রইতে দূরে মধুমাসের বেলা, গাছের ডালে রইবে ঝুলে হাওয়া লেগে উঠবে দুলে হবে ফলের মেলা ।
আমের গন্ধে ভরে যাবে কতো মানুষ কিনে খাবে কেউবা পেড়ে নেবে, জামটা খেলে মুখে কালো কাঁঠাল খেতে লাগে ভালো বেশি ফললে দেবে ।
লিচু কলা তালশাস খেয়ে মনের সুখেই উঠবে গেয়ে দারুণ স্বাদে ভরা, এতো রকম ফলের বাহার ভালো লাগে এমন আহার ধন্য আমার ধরা ।
গরম কালে ফলের মেলা যাবে নাতো কিছুই ফেলা বীজেই চারা হবে, খেয়ে পড়ে অারাম করে থাকি আমরা সবাই ঘরে মজা অনেক ভবে ।
 

সব স্বার্থবাদী

এখন বুঝি আমায় দেখে সবাই ভাবে বোঝ, কোথায় আছি কেমন আছি কেউ রাখেনা খোঁজ ।
একা একাই চলছি আমি কষ্টে ভরা মন, দূরের থেকে যায়না বোঝা যেমন ঘণ বন ।
সারাজীবন দিয়ে গেলাম নিজের কিছু নাই, আমার কিছু লাগলে পরে কোথায় আমি পাই ?
সবার ভালো করে আমার ব্যর্থ হলো সব, কেউ আসেনা কোনো কর্মে যতই করি রব ।
স্বার্থ নিয়ে চলে সবাই এই ধরাতে ভাই, যতই দেবে ততই আরো সবার মনে চাই !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register