Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় রতন বসাক

maro news
গুচ্ছকবিতায় রতন বসাক

গ্রামের জীবন

আমার দেশের শীতল বায়ু লাগে ভীষণ ভালো খোলামেলা সবুজ ঘেরায় চারিদিকে আলো । আম জাম কাঁঠাল ফলের মজা খেয়ে মনটা ভরে নদীর জলে জালটা দিয়ে ইলিশ মাছটা ধরে ।
পুকুর ভরা নানান মাছের স্বাদটা নিতে পারি সত্যি বলছি শান্তি পাই যে থেকে মাটির বাড়ি । চলার পথে বিশ্রাম নিতে গাছের ছায়ায় বসে ভালো লাগে ঠান্ডা তাজা গিলে খেজুর রসে ।
কত রকম শাকের মেলা জমি ভ'রে আছে গ্রামের সবাই ভালো মানুষ কেউ বলে না পাছে । ছাগল মুরগী পালন করে গাঁয়ের অনেক ঘরে প্রয়োজনে ডাকলে পরে দৌড়ে এসে ধরে ।
সকালবেলা ঘুমটা ভাঙে শুনে পাখির গানে দেখতে পাবে চাষীর খুশি গোলা ভরা ধানে । গাঁয়ের বঁধূ কলসি কাঁখে ঘোমটা দিয়ে হাঁটে নারী পুরুষ সবাই মিলে ঘরের জন্য খাটে ।
ছেলে মেয়ে মিলেমিশে বিদ্যালয়ে যাবে টিফিন হলে সবাই মিলে বাইরে বসে খাবে । সন্ধ্যাবেলায় গাঁয়ের মানুষ বসে মাঠে গিয়ে আলোচনা করবে সবাই ভালো মন্দ নিয়ে ।
 

দিশেহারা

চোখের কোণে জলের রাশি মুখে মিছে'ই হাসি, সেই হাসিতে ফেঁসে গিয়েই প্রেম সাগরে ভাসি ।
বুঝতে আমি ভুল করেছি তার কারণে মরি, পাই না ভেবে একটু আশা কি যে এখন করি !
আপন ভেবে সামনে গেলে চায় না ভালো যারা, বলতে গেলে আসল কথা ভুলটা বোঝে তাঁরা ।
কেমন করে বোঝাই সবে কি যে হচ্ছে মনে, পথ হারিয়ে এখন আমি ঘুরছি কোনো বনে ।
নিজের মনে বন্ধ রেখে হাসি মুখেই চলি, ভাবতে থাকি মনের কথা কারে ডেকেই বলি ?
 

চেষ্টা করতে হবে

আঁধার যতো হোক না গভীর আসবে তবু ভোর । জীবন পথে সার্থক হোতে লাগে মনের জোর ।
চলতে চলতে পথের মাঝে থাকে অনেক ভয়, সবগুলোকে সাহস ক'রে করতে হবে জয় ।
হতাশ হয়ে রইলে ব'সে সবই লাগবে দূর, পাবার ইচ্ছে মনে নিয়ে গাইবে নতুন সুর ।
চেষ্টা করলে পাওয়া যাবে বেশি নয়তো কম, মনের ভিতর সব সময়ে রাখতে হবে দম ।
খেলার আগে হেরে যাওয়া সেটা সঠিক নয়, যুদ্ধ ক'রে দেখোই একবার আসতে পারে জয় ।
 

যদি বুঝতিস

প্রেমের প্রভাব ভীষণ কঠিন সবাই জানে ভবে, ভুলতে যদি পারতাম তোরে ভুলে যেতাম কবে ।
মনটা দিয়ে ভালোবেসেই হলাম আমি দুখী, কেমন ক'রে বুঝাই এখন ওরে চন্দ্রমুখী !
প্রেম আগুনে জ্বলে পুড়ে হয়ে গেলাম একা, কতো আমার ইচ্ছা করে পাই না কভু দেখা ।
দেখেও তুই যে থাকিস দূরে আসিস নাতো কাছে, লোকের ভয়ে ধরা দিস না খারাপ বলে পাছে ।
স'রে যেতে চাই যে আমি পারছি নাতো তবু, মনটা আমার বুঝতে পেরে ফিরিস যদি কভু ।

সব স্বার্থবাদী

এখন বুঝি আমায় দেখে সবাই ভাবে বোঝ, কোথায় আছি কেমন আছি কেউ রাখেনা খোঁজ ।
একা একাই চলছি আমি কষ্টে ভরা মন, দূরের থেকে যায়না বোঝা যেমন ঘণ বন ।
সারাজীবন দিয়ে গেলাম নিজের কিছু নাই, আমার কিছু লাগলে পরে কোথায় আমি পাই ?
সবার ভালো করে আমার ব্যর্থ হলো সব, কেউ আসেনা কোনো কর্মে যতই করি রব ।
স্বার্থ নিয়ে চলে সবাই এই ধরাতে ভাই, যতই দেবে ততই আরো সবার মনে চাই !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register