Wed 07 January 2026
Cluster Coding Blog

কবিতায় মিঠুন মুখার্জী

maro news
কবিতায় মিঠুন মুখার্জী

অধরা স্বপ্ন

আমারা রোজ স্বপ্ন দেখি আকাশ ছোঁয়া ভাবতে থাকি কর্ম করব মনে করি করা আর হয় না। সময় স্রতের ন্যায় সত্বর বয়ে যায় স্বপ্ন কখনোই পূরণ তো হয় না। জীবনে প্রতিবার অদৃষ্টের দোহাই দিই প্রাণপন চেষ্টা আমরা কখনো করি না।
দু'হাত ছাড়া মোদের অজুহাত বেশি চলে নিজের ভুল কখনো চোখেতে পড়ে না। সফল না হলে পরে নতুন সংকল্প নিই সবকিছু ভুলে গিয়ে পুনঃ কর্মে মন দিই। এক একটি বছর যায় আসছে বছর আবার হবে পিতা মাতা মনে করেন ছেলে চাকরি পাবেই পাবে। নিজেকে প্রশ্ন করো মনে মনে প্রতিজ্ঞা কর নিজের ভুল ত্রুটি খুঁজে খুঁজে বার করো। অপরের দোষ ধরা একেবারে বন্ধ করো। নিজেকে শুধরে নিলে, তোমার মেধার গুনে একদিন স্বপ্ন বাস্তবেই হবে পূরন। ঠকানো বন্ধ হলে একদিন ফল মেলে সময়ের কাজ সময়ে করলে, হবেনা কখনো বিমুখ। সময়ের কর্ম প্রকৃত ধর্ম তোমার জীবনে দেবেই সুখ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register