Thu 18 September 2025
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় রতন বসাক

maro news
গুচ্ছকবিতায় রতন বসাক

ভালো থাকো

[ রুবাইয়াত গুচ্ছ ]

[ ১ ] আসা যাওয়া লেগেই থাকে ভবের মাঝে কত এলে পরেই যেতে হবে থাকতে চাই না যত, জন্ম থেকে মৃত্যু অব্দি একটা দীর্ঘ রাস্তা সবাই ছেড়ে যাবে তখন হলে পরেই গত ।
[ ২ ] প্রভুর দয়ায় মানব রূপে আমরা আসি ভবে ডাকলে পরে যাবোই তখন ছেড়ে দিয়ে সবে, সুখে দুখে কাটবে সময় সবার সাথে হেথায় ভালো কাজটা করে গেলে নামটি শুধুই রবে ।
[ ৩ ] খালি হাতে এসে ছিলে খালি হয়েই যাবে মৃত্যু হলেই মাটি নয়তো অগ্নি গিলে খাবে, ক'দিন কেঁদে কাছের মানুষ মনে করে শুধু তার পরেতে তোমার কথা স্মৃতির পাতায় পাবে ।
[ ৪ ] বেঁচে থাকতে ভোগটা করো নিজে ভালো করে আফসোস তোমার রয়ে যাবে গেলে পরে মরে, পরে খাবো ভেবে তুমি করছো কেনো জমা তাইতো বলি ভোগের থেকে আর থেকো না সরে ।
[ ৫ ] চেষ্টা করো সবার সাথে নিজেও থাকি ভালো ন্যায়ের পথে চলে সদা মনে রাখো আলো, ধর্ম কর্ম করতে থাকো যে যাই বলুক পাছে সময় করে দুখীর ঘরে খুশির প্রদীপ জ্বালো ।

বুঝে শুনে

জীবন এখন শাঁখের করাত নয়তো প্রবাদ বাণী, নিজের ইচ্ছায় করলে পরে দুর্নাম দেবেই জানি ।
যতোই করো কারো জন্য বলে নাতো ভালো, প্রয়োজনে চাইতে গেলেই মুখটা করে কালো ।
নিতে পারে বিপদকালে যতো পারে টেনে, পরে কোথাও দেখা হলে কোথা তাঁরা চেনে ?
করলে ভালো না করলে যে বদনাম পারে দিতে, সেই মানুষ-ই আবার দেখি ভুল করে না নিতে ।
আগের থেকে ভালো করে চলো বুঝে শুনে, কোনো কিছু করতে গেলে এগিয়ে যাও গুনে ।

মনের কষ্ট

দেখছো তুমি বেঁচে আছি আছে শুধু দেহ, মনের মধ্যে দুঃখ কতো বোঝে নাতো কেহ ।
সবাই এসে বাইরে দেখে ভাবে আমি সুখী, কেউ বোঝে না মনের কষ্ট অন্তরে যে দুখী ।
যতোই আমি চেষ্টা করি বলতে মনের কথা, শুনে নিয়ে মজা ভাবে পাই যে শুধুই ব্যথা ।
নিজের দুঃখে জ্বলে পুড়ে নয়ন জলে ভাসি, মন থেকে যে এখন আমি ভুলেই গেছি হাসি ।
যেদিন আমি শান্তি পাবো মনের কথা বলে, সেদিন থেকে ভেসে যাবো খুশি ভরা জলে ।
 
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register