পর্ব ১
মধ্যরাত গদিতে ঈশ্বর
সৃষ্টি পালন ধ্বংস করছেন
পর্ব ২
একটি বাক্সে হরেক ধর্ম আছে
এক এক করে স্বহস্তে বিতরণ করছেন
পর্ব ৩
লম্বা লাইন জীব জড় সকলে হাজির
যে যা পাচ্ছেন নিয়ে খুশি হচ্ছেন
পর্ব ৪
হঠাৎ বাক্স শেষ
মানুষ অবাক হয়ে দেখছেন
পর্ব ৫
ঈশ্বর - হে মানুষ তুমি কী চাও?
মানুষ - আশীর্বাদ
ঈশ্বর - দিলাম। কী করবে এখন?
মানুষ - নাটকের পরিচালনা।
অতপর ঈশ্বর দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে আকাশের দিকে চলে গেলেন....
নেমে এলো ইতি
অকৃতজ্ঞ
উপর কুটরিতে কী আছে দেখার সাধ অনেক দিনের
বাবা যতদিন জীবিত ছিল আমাকে দেখতে দেয়নি
কৌতুহল ছিল গোছানো
আজ অল্প স্বাধীন
মা প্রায়শই বলে যা আছে সবই তোদের
থেতিয়ে গুছিয়ে রাখ নষ্ট করিসনে
সেই প্রয়াস
আরশোলার গন্ধ সরিয়ে একটি পোর্টবেন বের করি
চাবিতে জং লেগে আছে
কাঠি লাগিয়ে জোর করে ঘুরাতে কাঠি মোচকে গেল
খুলল না
সাঁড়াশি হাঁতুড়ির চেষ্টায় চাবি দেহ রাখল
ভিতরে ধুলোধরা খদ্দর ছিট কাপড়ে বাঁধা একটি গীতা
একটি খাতা
খাতার পাতায় দাদুর মৃত্যুর তারিখ
মৃত্যুশয্যায় দাদু বাবাকে বলেছিল
তার বাবা তাকে নিতে আসছে চলে যেতে হবে
তারপর পাতা উল্টে দেখি
দাদু থেকে পাওয়া টুকিটাকি বিবরণ
সাথে আছে নিরাকার ঈশ্বরের খোঁজ
আর আছে একটি প্রদীপ
একটি জার্মান সিলভারের কেটলি
দাদু ব্যবহার করত
কেটলিতে কয়েকটি অপরিচিত ধাতু
বাবা ডোকরার কাজ করত
নিজের মতো করে বুঝে নিতে পেরেছি কী করতে হবে
পাতা বরাদ্দ এক
কলম নিয়ে লিখছি সন্তানের জন্য কী করেছি।
0 Comments.