Thu 18 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান  প্রণতি গায়েন (যুগ্ম সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান  প্রণতি গায়েন (যুগ্ম সেরা)
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ১১ বিষয় : স্বপ্ন উড়ান তারিখ : ১১/০৯/২০২০

শুধুই বৃষ্টি এনো

ওপারে যেওনা – ওখানে হাজার মানুষের ধূর্তামি,হাজার নৈর্ব্যক্তিক প্রশ্ন, আমার ভেতরের সাদা বিবেকটাকে ও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় । ক্রমে নীল-লাল-হলুদের ঝাপসা আকাশ বর্ণময় হয়ে; আমার ভেতরটাকে কুঁড়ে কুঁড়ে শেষ করে দেয়। তার চেয়ে এসো -না -- একটু নিভৃতে কাব্যালাপ করি ! সীমাহীন নিস্তব্ধতার শূণ্যতায় ভাসতে ভাসতে, শুকনো পাতার বেদনামর্মর আওয়াজ শুনি। কিংবা – ডালকাটা শুকনো সজনে গাছে বসে থাকা, একাকীত্ব নিঃস্ব রিক্ত তিতিরের শূণ্য হৃদয়ের কথা শুনি! তাও নয়--- তাহলে চলো স্বপ্নে ভেসে যাওয়া ঢেউয়ের বুকে, নানা রঙয়ের আঁচড় কেটে উষ্ণ নিশ্বাস নিই। তারপর -----? মেঘেদের তাড়া করে ইচ্ছে ডানায় ভেসে যেতে যেতে-- নিচে হিমালয়ের সবুজত্ব দুচোখ ভরে দেখি। তার সাথে পরস্পর ভালোলাগার হৃদয়ে- একটা নতুন পৃথিবী নয়-নতুন চাঁদের পৃথিবী গড়ি? সমস্ত অর্থের অহং এর গণ্ডি ভেঙে, নির্ভেজাল হৃদয়ের প্রশান্তি দিয়ে– একটা উদার আকাশ বানাই ! কি এসব চলবে তো ? না, বাস্তবের মাটিতে নেমো না ! এ আমার স্বপ্নের রঙের আঁকা সাজানো পৃথিবী। এখানে নীরস বাস্তব এনে-- আমার কবিত্বমাখা ভালোলাগার নিজস্ব সৃষ্টির- অন্তিম কবর নাই বা খুঁড়লে ! এখানে বৃষ্টি-শুধুই বৃষ্টি এনো।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register