চলে এসো দেখি
সব ভুলে
লজ্জা সীমান্ত
কাঁটাতার পেরিয়ে
নির্লজ্জ হাওয়ার মতো
সলতে ফুরোলে এসো
চোখের আলোয়
ইচ্ছের টানে
কে জানে?
কোন চোখ জেগে থাকে
অচেনা দেয়ালে?
আজন্ম পাপ হয় পৃথিবীতে
চাঁদ ছুঁলে পিপাসায়
তারা ডুবে গেলে
তবেই তো কবি জন্ম হয়
ক্ষতি নেই পুড়ে গেলে
তাপ ভালোবেসে
তৃষ্ণা পেয়ালায়
দুর্নাম লাগানো থাকে চিরকাল
শুধু শুধু চকমকি রাগ অভিমান
কথা শোনো
কাছে এসে বসো
ভয়হীন এখানে আমার
হরিণী শান্তি নিয়ে যাও ফিরে।
0 Comments.