আজি মাতাল শরীর-মন স্থির লোচনের দৃষ্টি,
ব্যাকুল হৃদয়ে সুরের মাতম উদ্দাম অনাসৃষ্টি l
আমার শহরের রাস্তায় প্রতিটি মেঘলা উপোষী দিন,
অপেক্ষার সফরে রয় বিনিদ্ররত,মেটায় ভালোবাসা ঋণ l
বৃষ্টিস্নাত দুটি মন একাকী বসে রাজপথের কোণে,
দমকা হাওয়ায়,বৃষ্টির ফোঁটায় আগুন জ্বলে দুটি মনে l
0 Comments.