এখন প্রতিবার পুজো এলেই শুধু হিসেব মেলাই... সচরাচর যে হিসেব নিকেষগুলোতে ভুল করি প্রতিনিয়ত, পুজো এলেই কেন জানি না, প্রাপ্তির ভাঁড়ারের খোঁজ নিতে ইচ্ছে করে... আর প্রতিবার অঙ্ক কষে দেখি, আজও কেমন যোগ আর গুণে কাঁচাই রয়ে গেছি!!!
তবুও...
আজও মনের ভিতর পুজো আসে। প্রতিবার পুজো আসে,যোগাযোগ হিসেবে... যে যোগাযোগগুলো সারা বছর কোন ভিতরে পাথরচাপা থাক, সেই যোগাযোগগুলিকে নতুন করে পাবো বলেই পুজো আসে।
পুজো আমার কাছে ফেরা... নিজেকে নতুন করে পাওয়া,কিরকম যেন খোলস বদলানোর মতন!
0 Comments.