লিখে রাখি পথ ,
পথে পথে কবিতারা
দেখে আলোছায়া
সবুজ মাটির দেশ
বানভাসি ঘর
ঘরের মধ্যে দ্বেষ
ছোবলের আগে
তীব্র সরীসৃপ,
মাটি আধখানা
রুটি কিছু
এলোমেলো
ভাগ করা ধান
তুষের মতন ভাপ
জলকল্লোলে
ঢেকে যায় জনরোষ
সাজানো বেদিতে
কেউ কেউ দেবতারা
মাইক ম্যানের
এমন কি আর দোষ I
লিখে রাখি গ্রাম
অথবা স্বশানভূমি
একই ঢেউ উঠে
কখনো হরিৎ লাল
ফিরে আসে মেঘ
আসে বসন্তকাল
লিখে রাখি পথ
পথে এসে বসে পাখি
লিখে রাখি প্রেম
অনেকটা পথ বাকি
0 Comments.