৭৪ এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভারতবর্ষ,
সোনার স্বপ্নের ভারতবর্ষ...
তবুও আজ তার চারদিকে কলুষতার বলয়,
দারিদ্র্য আর ক্ষুধার কান্না।
শিক্ষার আলো থেকে বঞ্চিত সমাজের একটা বৃহৎ অংশ।
শুধু তাই নয় আজও কি আমরা চিন্তায়, কর্মে স্বাধীন হতে পেরেছি?
আমাদের সমাজের বেশির ভাগ মানুষ বাঁধা কূপমন্ডুক চিন্তার শিকলে।
পড়াশুনায় বিষয় পছন্দ হোক বা পোশাক, পরিচ্ছদ সাজ প্রসাধনী আমরা কি সত্যিই স্বাধীন মতামত প্রত্যেক স্থানে স্থাপন করতে পারি?
বহু রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা আজ আমাদের নিছক ছুটির দিন।
দুপুরের ভাতঘুমের দিন!
আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম?
আগামীকে কি এই স্বাধীনতাই উপহার দেব?
আমরা চিন্তায়, কর্মে, আদর্শে কি প্রভাবমুক্ত স্বাধীন হতে পেরেছি?
আমরা স্বাধীনতা পেয়েছি তো বটে কিন্তু স্বাধীন হতে কি পেরেছি?
0 Comments.