Thu 18 September 2025
Cluster Coding Blog

|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় ছবি ধর

maro news
|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় ছবি ধর

অন্ধ কানাই ভিক্ষে করে

আমি আধো রাতে ঘুম ভেঙে শুনি আজও কান পেতে অলস প্রহর গুণী । অন্ধ কানাই গান গেয়ে ভিক্ষে করে চাল নুন মুড়ি তেল কিনে আনে ঘরে । বাড়ির পাশের গলি দিয়ে গান গেয়ে যায় কেউ দিলে খায় নইলে খালি মুখেই চলে যায় । ভেদাভেদ করেনা কোনোও গান শোনাতে বাউল কীর্তন গায় দোতারাতে , কখনও দেখি খঞ্জনি বাজাতে । দরিয়া , চটকা ,ভাটিয়ালি গেয়ে জাগিয়ে যায় নিত্য নতুন আঙ্গিকে পরিবেশন করে মাতিয়ে দেয় । গান গেয়ে জীবন কেনে অন্ধ কানাই আপোষ বেচেনা থাক সে যত অভাবেই ।
কন্ঠে তার মুক্তির গান , শান্তির আহ্বান দুই বাংলা জয় করেছে স্বাধীনতা সংগ্রাম । গঙ্গা যেমন মিশেছে ওপারের পদ্মায় দেশাত্ব সুর মিলেছে তেমনি অপার স্বাধীনতায় ।
অন্ধ কানাই আজও বাঁচে গানে গানে অবসাদ ঘুচিয়ে যায় বিষন্ন প্রাণে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register