Thu 18 September 2025
Cluster Coding Blog

|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় উজ্জ্বল কুমার মল্লিক

maro news
|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় উজ্জ্বল কুমার মল্লিক

কী লজ্জা!

দ্বি-জাতি তত্ত্বে হয়েছে দেশভাগ লাঠালাঠি, ফাটাফাটি, অপরাধ; মা'র সন্তান, হিন্দু -মুসলমান, মিথ্যা সব, কল্পনা, কত মন্থন উধাও নিমেষে, বাষ্পের মতন।
স্বাধীনতার সোল্লাসে থাকি ম্লান ভাগাভাগি, নিগ্রহ, স্বার্থ-পূরণ; শোন ঐ হাহাকার গঙ্গা-পদ্মায় নির্মম, স্বাধীন-আলোক-সজ্জ্বায় ভাসে যে শহীদের মর্ম-পীড়ন:
লজ্জায় প্রজন্মের অবনমনে মুখ ঢাকে--আত্মা আপনি আপনে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register