T3 || কবিতা দিবস || 26য় অর্পিতা কুন্ডু
ডাকবাক্স
তোমার বুকে কত জমানো কথার অনুরণন
চিঠির নীল পাতায় মসৃণ হতো শব্দরা
পোস্ট কার্ডের হলুদে দুলে উঠতো প্রিয়জনের এক পাক্ষিক প্রশ্ন
আমিও লিখেছি কথাদের...
তোমার খবর নিয়েছি,...
রোজ দুপুরের ডাকে কখনো পেয়েছি
ভেজা অনুভূতির কয়েকটা চিঠি
কখনো পাইও নি বা...
সেসব এখন অতীত দিনের ছেঁড়া স্মৃতি
ডাকবাক্সে বন্দী কতো শব্দছক
আশা নিরাশার গল্প
খুব পুরনো হয়ে গেছো...
উপেক্ষার দৃষ্টিতে...এক কোণে
বড়ো অযত্নে থাকো...
আমিও কি তাই
সেই ডাকবাক্সে বন্দী...
তোমার অনামী মুহূর্ত জমা থাক আমার সংগোপনে
0 Comments.