যে ফুল ফুটবে বলে উন্মুখ
সজীব পাতা, ভিজে মাটি নিয়ে
আজ স্বাধীনতার দিনে----
আকাশ ঝলমল,
বীরগাথায় মুখরিত দেশ
শহীদের রক্ত, দেশপ্রেম, আত্মবলিদান
দশ দিকে প্রচারিত, এই ভারতের
পবিত্র জল, বায়ু, অগ্নি---
প্রতিটি গাছ, ফুল, ধূলিকণা
স্বাধীনতার মানে জানে বন্ধনহীন----
আজন্ম আনত জন্মভূমির কাছে
দিকে দিকে সুবাস ছড়িয়ে
কমল ফুটবে বলে উন্মুখ----
আজ স্বাধীনতার দিনে।
0 Comments.