Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || কবিতা দিবস || 26য় মধুরিমা মুখোপাধ্যায় রায়

maro news
T3 || কবিতা দিবস || 26য় মধুরিমা মুখোপাধ্যায় রায়

জতুগৃহ

নিষ্প্রাণ দেহেও যখন- আত্মার অধিষ্ঠান, যন্ত্রণার কোলাজেরা বলে কথা, অনুভূতিহীন শরীরে তখন শুধুই চলে- অন্তরের মর্মস্থলের সুপ্ত কথকতা। জতুগৃহ চারদিক, বিধ্বংসী আগুন! পলাশের অগ্নিদাহে- চৈত্রতাপে হারিয়েছে জীবন তার- সমস্ত ফাগুন। কালবৈশাখীর ঝড়ে, উথালপাথাল সব, মনের ঘরে তবু দগ্ধতা! যে তাপ সয়েছে মন, পাথর হয়েছে জীবন, আর কোন ঝড়ে- সে পাবে ব্যথা?? গৃহ যখন জতুগৃহ, মনে মনে অন্তর্দহন! তার ধোঁয়ার দেখা- বাইরে পাও কি? নিষ্প্রাণ শরীর তবু- নির্বাহ করে দিন, মূক মন করে সে গরল- দিনের পর দিন সহন। জ্বলুক চারদিক, আমি জতুগৃহে বাঁচি। ফোসকা পড়েনা আর গায়ে, দেহে যখন আত্মা নেই, সর্বসংহা তখন জীবন- একহাতে তুষার, একহাতে আগুন- এ মন সমভাবে সয়ে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register