নিশ্চুপ আমি, নীরব তুমি,
নিগূঢ় মাতৃভূমি!
চারিদিকে শুধুই কোটি কোটি মানুষের লাশ–
বসুন্ধরার চারপাশে কেবলই ত্রাস, ত্রাস, আর ত্রাস।
মাগো–
এ তোমার কেমন খেলা গো?
"নিঃশ্বাসে বাঁচি প্রতিক্ষণ–
সেই নিঃশ্বাসই জখম?
মৃত্যুর নীতিই যখন রাজা হয়ে ওঠে
প্লাস্টিকের মলাটে মোড়া কালো ধোঁয়ায় হরিনাম মুখে ফোটে।।
0 Comments.