T3 || কবিতা দিবস || 26য় বনানী
থিম
সেদিনের পর পৃথিবীতে আর রাত নামেনি।
নিদ্রাহীন মাঠসব নৈঃশব্দ্য মুড়ে পালঙ্কে বসেছে,
আমি তাদের বুকে সুপ্তোত্থিত নক্ষত্রের এক এক মাত্রা করে ফুটে উঠেছি পদাবলী হয়ে...
এটুকুই তো আজ ছিলো! আজকের আদায়ী সফর!
কাল যাবো জিগীষার কাজল টানা পথে– নতুন তোমার কাছে—
যাবার বেলায় পথঘাট নরম হয়। তমসুক থেকে
ওড়না গড়িয়ে আসে মাথার উপর, ঘাসের গায়ে লেপ্টে থাকে মিহিদানার মতো থিম---
যার পর কোনও রাত ঘটে না জাতকের কূলে---
একটা তীরের দূরত্ব উঠে যায়, সমরেখ ছুঁলে
0 Comments.