T3 || কবিতা দিবস || 26য় সুজন পণ্ডা
বিষয়ে বিষণ্ণ রাত
১.
সারারাত বৃষ্টিতে ভিজেছে বাড়িটা।
আঁচল থেকে, টুপ করে
খসে পড়ছে বোগেনভিলিয়া।
সারাটি রাত, একলা কেঁপেছে ঠাণ্ডায়।
বুকের মধ্যে শতাব্দী প্রাচীন আঁধার।
কারোর খোঁজে - - তোমার খোঁজেই
সারারাত রাস্তার দিকে তাকিয়ে ছিল বাড়িটা।
২.
ভোর হওয়ার ঠিক আগে
সব মৃতেরা আবার কবরে ফিরে যায়।
মাটি আবার আগের মতোই
টেনে নেয় ঘাসের চাদর।
রাত্রির চুরি, ঢাকা পড়ে শিশিরে।
সবার অগোচরে,
ক্ষমতার হাত বদল হয়।
৩.
গভীর রাতে জানালার ওপারে
দ্বিতীয়ার চাঁদ এসে দাঁড়ায়।
সদ্য পা হওয়া শিশুর মতো
অসংলগ্ন বাতাস...
দূরবর্তী নক্ষত্রের আলো....
জানো "দস্তক"-এর বাংলা প্রতিশব্দ হয় না...।
দ্বিতীয়ার চাঁদ একসময়
মুখে মেঘের কণা টুকু নিয়ে অস্ত যায়...
আমার বুক ভারী হয়ে আসে,
আমি পৃথিবীর আর কোনো ভাষাতেই
অভিমান বোঝাতে পারি না।
0 Comments.