"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় অমলেন্দু কর্মকার
তিনটি ভৌতিক লিমেরিক
১) মেছো
গভীর রাতে ধানের খেতে জল ধরাতে গিয়ে ,
অন্ধকারে পঞ্চু খুড়ো বসলো মুড়ি দিয়ে ।
হঠাৎ দ্যাখে গাছের আড়ে;
নাকি সুরে কে ডাক পাড়ে-
আঁয় এঁদিকে নঁইলে ধঁরে ঘাঁড় দেঁবো মঁটকিঁয়ে।
২) অদ্ভুত
সন্ধ্যা বেলায় নন্দী বাবু মেয়ের বাড়ি যাচ্ছিলো।
বনের পথে একাই যেতে কিঞ্চিৎ ভয় পাচ্ছিলো;
এ জঙ্গলে যেই একা যায়..
ছেলে কাঁদার শব্দ সে পায়;
নন্দী দেখেন একটি ছেলে আদুল গায়ে নাচছিলো।
৩) ফিস্টি
কাঁসাই নদীর পলাশতলে যখন তখন আগুন জ্বলে।
আবার যদি কোন মাসে পঞ্চ শনির দেখা মেলে;
সেই শনিবার মিটিং বসে,
পেত্নীরা সব মাংস কসে..
আধপোড়া সব মড়া এনে ফিস্টি করে গাছের তলে।
0 Comments.