T3 || কবিতা দিবস || 26য় মধুমিতা ভট্টাচার্য
নৈসর্গিক
আকাশ!
তুমি স্তব্ধতায় প্রেম দাও,
বৃষ্টি হয়ে নামুক প্রেম
তোলপাড় উচ্ছ্বাসে।
নির্জন নদী!
তুমি ঠিকানা দাও,
ভ্রান্ত পথ ঠিকানা হোক
সোহম আশ্লেষে।
পলাশ!
তুমি ঋতু দাও,
পলাশ প্রহরে
নেমে আসুক প্রেম-
ধ্রুব ঠিকানায় ঋতু নির্যাসে।
0 Comments.