Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || কবিতা দিবস || 26য় বন্দনা পাত্র

maro news
T3 || কবিতা দিবস || 26য় বন্দনা পাত্র

ফাগুন-বেদন

জীবনের খামখেয়ালি মধুমাসের সর্বনাশে বাঁধছে শুধু আনমনে এক উছল ভালোবেসে কমল-বনের মৌমাছি কি ঐ বসন্ত আকাশে ? গান শোনানোর ভান করে সে উড়ল কোন্ অতলে---? জীবন শুধুই বসন্ত নিয়ে ভীষণ শঙ্কিত ফাগুন হাওয়ার আনন্দেতে যখন মত্ত, ফাগুন কোথায়?আমার কেবল বেদন অবিরত কালবোশেখীর আভাস দেখে ভাবনা যত-- মৌমাছিরা আসবে কি আর ভান করতে অ্যামন মেঘলা ঝোড়ো পোড়া বসন্তে? জীবন শুধুই অঙ্ক কষে মাথা ঘামায় চৈতালি ঝড় এসে কেমন দু'হাত বাড়ায় ঐ তো ঐ বোশেখী ঝড় পাহাড় সম প্রেম গ্যাছে ঐ মেঘের দেশে সঙ্গীতে সপ্তম গুড়্ গুড়্ ডাকে কেন ঐ মেঘ আকাশে... কেমন যেন খামখেয়ালি মধুমাসের সর্বনাশে, আমায় বাঁধে অবহেলে একটু ভালোবেসে...।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register