Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || কবিতা দিবস || 26য় ডঃ অলকানন্দা গোস্বামী

maro news
T3 || কবিতা দিবস || 26য় ডঃ অলকানন্দা গোস্বামী

কবিতাকে বলা

আজ নাকি তোমায় ডাকতেই হবে বসন্তের মিলন মেলায়! আজ নাকি তোমার আর আমার মিলনের মহালগ্ন! আজ নাকি তোমার সমগ্র দেহে মিশিয়ে দিতে হবে মন-প্রাণ! আজ নাকি-- , আজ নাকি--, আজ নাকি--! আজ তুমি থাকবে সবিতায়, আলো উসকে দেব জ্বলে থাকা অনির্বাণ প্রদীপে- আজ তুমি আসবে অক্ষরপথে, ছন্দ-তাল-লয়ের মাদকে- আজ তুমি নিয়ে আসবে বাসন্তিকা গুলাল, শায়েরী আর হাফিজের পালকের মুকুটে- আজ আমি ছড়িয়ে রাখব রঙ, রামধনু যেথা হারাবে দিকচক্রবালের ওপাড়ে- আজ আমি থাকব, আর তুমি- আজ আমি জাগব, আর তুমি- আজ উত্থিত হবে আত্মা শত অব্দ পেরিয়ে- আজ তোমার আমার মিলনের ক্ষণে বাজবে শঙ্খ-ঘন্টা-কাঁসর-নাকাড়া, ------কালের সীমানা তোমায় যেতে হবে ছাড়িয়ে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register