Thu 18 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়...নাকি!!!

maro news
সম্পাদকীয়...নাকি!!!
'মা' এবং ছেলের মা হলে নিজের ওপর একটু বেশি দায়িত্বের বোঝো নিতে হয়!ভবিষ্যতের পুরুষকে তৈরির দায়িত্ব আর কী... আদৌ কতটা পারি বা পারবো জানি না!!!তবুও battle field থেকে সরে এলে তো চলবে না। এখন তিনি সাত।তবুও বহুবিধ প্রশ্নবাণে মাঝে মাঝেই কাত করেন।সবই ট্যাকল করে নি,একেবারে যতটা সম্ভব logically... আজ শেষ বাউন্সারটা নিয়ে বলি, কিছুদিন আগে তিনি আমায় সরাসরি জিজ্ঞেস করেছেন,মাম্মাম rape কী?? আমি বুকের ভিতরের কেঁপে ওঠাটা মুখের ওপর একেবারে আসতে দিই নি,তখন সে বলল,News এ বলছিল!! উত্তরে চুপ করা যাবে না কিছুতেই,তাই বললাম- পোগো তোমায় বলেছি,পৃথিবীতে কোনো মেয়েদের গায়ে হাত তোলা সবচেয়ে খারাপ কাজগুলোর একটা!!আর rape হল,কোনো মেয়েকে এতটা খারাপ ভাবে মারা,যার জন্য সেই ছেলেটাকে সারাজীবনের জন্য পুলিশ ধরে নিয়ে যায়,আর জেলে আটকে রাখে।কোনোদিন ছাড়ে না...
আমার মুখের দিকে তাকিয়ে চোখ বড়ো বড়ো করে বলল,সবাই এটা জানে?তাও এমন করে!!! আমি বললাম,তুমি কোরো না,ওদের মাম্মামরা বোধহয় ওদের বলে নি কখনও,আমি তো তোমায় বলে দিলাম...

প্রাপ্তি সেনগুপ্ত

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register