Thu 18 September 2025
Cluster Coding Blog

T3 || কবিতা দিবস || 26য় অনিন্দ্য পাল

maro news
T3 || কবিতা দিবস || 26য় অনিন্দ্য পাল

এখন অসময়

এখনও পৌঁছায়নি গ্রীষ্ম পুরোপুরি বর্ষা যেটুকু এসেছে লুকিয়ে পথ বদল করে মেঘের ক্লিভেজ নালি বেয়ে নেমে আসছে সুগন্ধি বাস্পসুখ... চোখের দেবতা অভিশাপ দেয় রক্তের মসলিনে ঢাকা পড়ে লোভ-কাম তবু ঠোঁটের সিঁড়ি বেয়ে উঠতে থাকে ভেজা বিশ্বাস ... আত্মরতি অমর হয় না কখনও পোড়া বীজতলায় যখন শেষ হয় কান্নার কার্নিভাল পশ্চিমি পাখিরা গেঁথে দেয় ঠোঁট পৃথিবীর যোনিতে ... মাটির গলা টিপে আকাশ ছুঁতে চায় অপাচ্য বস্তিসুখ জমিয়ে রাখে সময়ের সিন্দুকে দহন-বাসরের ফুল শুকোলে লজ্জাও চৌচির হয় পরিচ্ছন্ন কাকের বাসায় ...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register